ভূমিকম্প বিধ্বস্ত জাপানে মধ্যাঞ্চলের রোববার ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে একজন নিহত এবং কমপক্ষে ছয়জন নিখোঁজ রয়েছে। জাপানের আনামিজু থেকে বার্তা সংস্থা এ এফপি এ খবর জানায়।
চলতি বছরের জানুয়ারি মাসে এখানে ভয়াবহ ভূমিকম্পে এখানে ৩১৮ জনের মৃত্যু হয়। নাটো উপদ্বীপের শহর আনামিজুতে কর্দমাক্ত নদীগুলো দু’কুল প্লাবিত করে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিস ‘নজিরবিহীন’ বৃষ্টির পূর্বাভাস দেয়ায় শনিবার কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে জরুরি সতর্কতা জারি করে।
সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, জাপান সাগরের তীরে ইশিকাওয়া অঞ্চলে সেনা সদস্যদের পাঠানো হয়েছে তারা উপকূলীয় উদ্ধারকর্মীদের সাথে যোগ দেবে।
ইশিকাওয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, প্রায় ৬ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে এবং অসংখ্য মানুষ পানি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :