তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বাহিনী লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রাখছে । তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু গতকাল জানিয়েছেন, এ ঘটনায় তাইওয়ানভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলোর নাম আসার পর সরকার খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে গোল্ড অ্যাপোলো দাবি করেছে, তারা ওই পেজারগুলো তৈরি করেনি, এগুলো তৈরি করেছে হাঙ্গেরির একটি কোম্পানি।
লেবাননে এই বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত হয়েছেন এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল এ হামলার দায় অস্বীকার করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করছে এবং কোনো উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চায় না।
একুশে সংবাদ/স./সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

