AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলায় বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৬ পিএম, ৯ আগস্ট, ২০২৪
ভেনেজুয়েলায় বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা চলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ১০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 

মাদুরো বলেন, ভেনেজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কোনাটেলের উপস্থাপন করা একটি প্রস্তাবনায় তিনি স্বাক্ষর করেছেন। প্রস্তাবনায় এক্সের কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে মাদুরো এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে কেন্দ্র করে মাদুরো ও ইলন মাস্ক অব্যাহতভাবে পরস্পরকে কটাক্ষ করছেন। প্রেসিডেন্ট মাদুরোকে গাধার সঙ্গে তুলনা করেছেন ইলন মাস্ক। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত করতে ও বিক্ষোভের পেছনে ইলন মাস্ক ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ করেছেন মাদুরো।

এক্সের ওপর সাময়িক এ নিষেধাজ্ঞা ভেনেজুয়েলায় আরেকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ওপর আঘাত। এর আগে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার জন্য সমর্থকদের আহ্বান জানান মাদুরো। বিকল্প হিসেবে টেলিগ্রাম ও উইচ্যাট ব্যবহার করতে বলেন তিনি।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এক্স কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভেনেজুয়েলায় গত ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল মাদুরোকে অনানুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে। দাবি করা হয়, প্রায় ৫১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তবে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে মাদুরোকে জয়ী ঘোষণা করার পরপরই লাতিন আমেরিকার দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিরোধীরা এ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন।

এরইমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক পশ্চিমা দেশ এ নির্বাচনে মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!