AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উড়োজাহাজে জীবন্ত ইলের ঝাঁক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫১ পিএম, ১৩ জুলাই, ২০২৪
উড়োজাহাজে জীবন্ত ইলের ঝাঁক

কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একটি কার্গো উড়োজাহাজ থেকে এক ঝাঁক জীবন্ত ইল মাছ বেরিয়ে আসতে দেখা গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করে জানায়, এয়ার কানাডা কার্গোর একটি উড়োজাহাজে কনটেইনারের মধ্যে ছিল ইল মাছগুলো। টরন্টো থেকে উড়োজাহাজটি যাত্রা করে ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসে অবতরণ করে। এ নিয়ে বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি ৭ জুলাইয়ের। উড়োজাহাজটি থেকে ইলভর্তি কনটেইনার খালাস করছিলেন বিমানকর্মীরা।

এ সময় দুর্ঘটনাবশত একটি কনটেইনার থেকে এক ঝাঁক ইল বেরিয়ে বিমানবন্দরের টারমাকে ছড়িয়ে পড়ে। কনটেইনারের ভেতর বাক্সবন্দী ইলগুলো ঠিক কীভাবে বন্ধন হালকা করে বেরিয়ে এল তা জানা যায়নি। ঘটনাটি নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের কনভেয়ার বেল্টের ওপর রাখা একটি ভাঙা বাক্স থেকে প্রায় আধা মিটার দীর্ঘ একেকটা ইল বেরিয়ে পিছলে নিচে পড়ছে। এভাবে প্রায় দুই ডজন ইল টারমাকে ছড়িয়ে পড়ে।

এয়ার কানাডা কার্গো বলেছে, ঘটনার পর ইলগুলো পুনরায় তুলে বাক্সবন্দী করা হয়। এ বিষয়ে ক্রেতার সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ ঘটনার কারণ সম্পর্কে বিমান সংস্থাটি কোনো মন্তব্য করেনি। তবে বলেছে, এটি ছিল দুর্ঘটনা। ঘটনাটির জেরে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। উল্লেখ্য, ইল বেশ লম্বাকৃতির মাছ; দেখতে অনেকটা সাপের মতো। সমুদ্রের অগভীর পানিতে এ মাছ বেশি দেখা যায়। তবে অধিকাংশ মাছের যেমন থাকে, ইলের তেমন পাখনা নেই। এরা শিকারি মাছের অন্তর্ভুক্ত। ছোট মাছ ও পানির নিচে বসবাস করা অমেরুদণ্ডী প্রাণী, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি খেয়ে বেঁচে থাকে এরা।

একুশে সংবাদ/প্র.আ/হা.কা

 

Link copied!