গ্রিসের দুইটি দ্বীপসহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত ফায়ার ফাইটার।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নতুন কিছু অঞ্চলেও ছড়াতে পারে দাবানল। মূলত বাতাসের কারণে আগুন ছড়াচ্ছে।
দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে ফায়ার ফাইটাররা এয়ারক্রাফট ও হেলিকপ্টার ব্যবহার করছে। ইতিমধ্যে সেখানের চারটি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিসে দাবানল খুব স্বাভাবিক ঘটনা হলেও সাম্প্রতিক সময়ে তীব্রতা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা।
অপরদিকে তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা।
তিনি জানান, দাবানল এখন দিয়ারবাকির ও মারদিন প্রদেশে ছড়িয়ে পড়েছে ও এতে ১২ জন মারা যাওয়ার পাশাপাশি আরও ৭৮ জন আহত হয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

