হজশেষে বৃহস্পতিবার ২০ জুন শুরু হবে দেশে ফেরার ফ্লাইট। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
এ বছরের হজে সৌদি আরবে গত দুদিনে আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ বছর হজ পালনে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২১ বাংলাদেশি।
বুধবার (১৯ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হজশেষে বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে মোট ২১ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ তোফাজ্জল হক (৭০) নামে একজন হাজি মারা গেছেন।
এর মধ্যে পুরুষ ১৮ জন, আর নারী ৩ জন, যার ১৬ জন মক্কায়, ৪ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।
এদিকে, মঙ্গলবার (১৮ জুন) দুই আরব কূটনীতিকের বরাতে গার্ডিয়ানে বলা হয়, সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে তীব্র গরমের কারণে।
গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরবে গেছে ২১৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৬টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইট।
হজশেষে বৃহস্পতিবার শুরু হবে দেশে ফেরার ফ্লাইট। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
একুশে সংবাদ/ স.ট./ এসএডি
আপনার মতামত লিখুন :