দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলামের চাচাতো ভাই মো. সাইফ উদ্দিন জানান, জেঠাতো ভাই নজরুল ইসলাম রোববার (৯ জুন) সকালে নিজে ড্রাইভ করে সুপারশপে মাল ডেলিভারি দিতে যায়। ডেলিভারি শেষে ফেরার পথে লোতার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার বাহিরে চলে যায়। ঘটনাস্থলে নজরুল ইসলাম নিহত হন। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দুপুর ১টায় পুমালাঙ্গা প্রভিন্সের এরমেলো শহরের লোথার এলাকায় নজরুল ইসলাম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন। তার গাড়িতে থাকা একজন কৃষ্ণাঙ্গ নারী ও একজন কৃষ্ণাঙ্গ পুরুষও নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বর্তামানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে।
নজরুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার আবুল কালামের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ২০১৫ সালে নজরুল দক্ষিণ আফ্রিকায় আসেন। তার আরো দুই ভাই সহ দক্ষিণ আফ্রিকা ব্যবসা করে আসছিলেন। আগামী দু`এক মাসের মধ্যে ছুটি নিয়ে দেশে যাওয়া কথা ছিল।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :