ইউক্রেনকে সহায়তা প্যাকেজ পাঠাতে দেরি হওয়ায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছরের শুরুতে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাস করতে দেরি হয়েছিল। মূলত রিপাবলিকান প্রতিনিধিরা তা আটকে দিয়েছিল।
শুক্রবার (৭ জুন) প্যারিসে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাইডেন। এ সময় ইউক্রেনের জন্য নতুন একটি সহায়তা প্যাকেজেও স্বাক্ষর করেন তিনি। তখন বাইডেন এ ক্ষমা প্রার্থনা করেন।
বাইডেন জেলেনস্কিকে বলেন, আপনারা মাথা নত করেননি, একটুও নতি স্বীকার করেননি, আপনারা এমনভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন যা অসাধারণ। আমরা কখনো আপনাদের থেকে দূরে সরে যাব না।
তিনি আরো বলেন, কয়েক সপ্তাহ ধরে একটি তহবিল আটকে ছিল। এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ওই বিলটি পাস করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। রক্ষণশীল সদস্যরা সহজে তা সমর্থন করতে নারাজ ছিলেন। তবে দেরি হলেও শেষ পর্যন্ত তা পাস হয়েছে।
বাইডেন বলেন, এ পর্যন্ত আমি ছয়টি প্যাকেজ ঘোষণা করেছি। আর আজ বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনে সহায়তার জন্য ২২৫ মিলিয়ন ডলারের একটি অতিরিক্ত সহায়তা প্যাকেজও স্বাক্ষর করছি।
একুশে সংবাদ/যু.র/সা.আ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
