AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের জন্য কল্যাণকর শক্তি: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৮ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৩
ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের জন্য কল্যাণকর শক্তি: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল জোটবদ্ধ কিছু নয় বরং উচ্চাভিলাসী। এটা বিশ্বের জন্য কল্যাণকর শক্তি।’

গ্লোবাল টেক সম্মেলনে বর্তমানে ভারতের জি-২০ প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলাসহ অতিথিদের সঙ্গে আলাপে তিনি এই কথা বলেন।

মার্কিন এই কর্মকর্তার মতে, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক কেবল চীনের ওপর ভিত্তি করে দাঁড়ানো নয়। এটা একটা জোটবদ্ধ শক্তি। যা বিশ্বের জন্য খুবই কল্যাণকর।

এরিক গারসেটি বলেন, ‌‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুদিন ধরে আমাদের ফেসবুক স্ট্যাটাসের মতো। এটা জটিল। তারা এখন ডেট করছে। গারসেটি আরো বলেন, দুই দেশের অন্তরেই আছে বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা। এ কারণেই আমরা উপলব্ধি করলাম আমাদের একসাথে এগোনো উচিত। ’

 

তিনি আরও বলেন, ‘যখন আমি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের কথা বলি, তখন অনেকেই ভাবেন চীনের কারণেই আমরা একতাবদ্ধ হয়েছি। আমি মোটেও এটা বিশ্বাস করি না। যা আমাদের আলোচনা ও নির্ভরশীল হওয়ার দিকে ঠেলে দেয়, আমি মনে করি এটা সেরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি মাত্র। ’

 

একুশে সংবাদ/এনএস

Link copied!