যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে সামরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান বলে গত রোববার জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান।
আসন্ন বৈঠকের দু’দিন আগে এ মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের বুধবার সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২১ সালের জানুয়ারিতে বাইডেন ক্ষমতা হাতে নেওয়ার পর এ নিয়ে দু’বার বৈঠক বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র।
সুলিভান সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বাইডেন সামরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি বলেন, আমাদের যোগাযোগের এমন মাধ্যম দরকার, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়।
দু’দেশের এই সামরিক সম্পর্ক ঊর্ধ্বতন থেকে কৌশলগত অপারেশনের প্রতিটি স্তরেই হতে পারে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন যে সামরিক সংযোগগুলো বিচ্ছিন্ন করেছে, তাই পুনরায় প্রতিষ্ঠা করতে চায় বাইডেন প্রশাসন।
এটাই বৈঠকের শীর্ষ এজেন্ডা। এ ছাড়া ইসরায়েল-গাজা যুদ্ধ, তাইওয়ান, ইউক্রেনের যুদ্ধ ও নির্বাচনে হস্তক্ষেপের মতো অনেক বিষয়ই উঠে আসবে এ বৈঠকে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

