ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিনিময়ে আমেরিকার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে সৌদি আরব। এতে মার্কিন সিনেটের কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন।
গতকাল (বুধবার) প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে ২০ জন সিনেটর সৌদি আরবকে নিরাপত্তা সুবিধা অথবা পরমাণু সহযোগিতা দেয়ার বিষয়ে সতর্ক হওয়ার জন্য হোয়াইট হাউজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা যখন চেষ্টা চালাচ্ছে তখন ২০ সিনেটরের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হলো।
চিঠিতে সিনেটররা বলেছেন, ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিকে ও অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার ব্যাপারে যেকোনো চুক্তিকে আমরা খোলা মনে গ্রহণ করি।
তবে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং মার্কিন স্বার্থের সঙ্গে তা সম্পর্ক যুক্ত করার আগে উচ্চমাত্রার কিছু প্রমাণ প্রয়োজন রয়েছে। সৌদি আরবের পরমাণু কর্মসূচিতে আমেরিকার সম্ভাব্য সহযোগিতার ব্যাপারেও ২০ জন সিনেটর উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, সৌদি সরকার মুসলমানদের প্রথম কিবলার দখলদার ও ফিলিস্তিনে জবরদখলসহ মানবতাবিরোধী সব ধরনের অপরাধে জড়িত বর্ণবাদী অবৈধ ইসরাইলি শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তাতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেবে বলে কোনো কোনো বিশ্লেষক হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র : পার্সটুডে
একুশে সংবাদ/এসআর
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
