AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিবিয়ায় স্মরণকালের বন্যায় নিখোঁজ ১০ হাজার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৪ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
লিবিয়ায় স্মরণকালের বন্যায় নিখোঁজ ১০ হাজার

লিবিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির চাপে দারনা শহরের নিকটবর্তী নদীতে দেওয়া দুটি বাঁধ ধ্বসে গেছে। এতে  ‘বিপর্যয়কর পরিস্থিতি’ দেখা দেয়।  প্রবলবর্ষণে বন্যায় পায় ১০ হাজার মানুষ নিঝোঁজ রয়েছে।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ লোকের। অবশ্য তার এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। খবর এপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরার।


আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ লোক নিহত হয়েছেন।


এই বন্যাকে অনেকে ‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

 

একুশে সংবাদ/স ক  


 

Link copied!