মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গত ১৪ বছরে দেশটিতে রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকরের এমন ঘটনা ঘটেনি।
সৌদি প্রেস এজেন্সির বরাত দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ মার্চ ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই দিন ছিল রমজান মাসের পাঁচ তারিখ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি একজন সৌদি নাগরিক। একজনকে ছুরিকাঘাত করে হত্যা এবং পরে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই নাগরিককে।
বার্লিনভিত্তিক ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে বলেছে, রমজানে একজন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। ২০০৯ সাল থেকে এখানে রমজান মাসে কোনো সাজা কার্যকর হয়নি।
ইএসওএইচআর আরও জানিয়েছে, এ বছর ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। যা ২০২১ সালের সংখ্যা থেকে ৬৯ জন বেশি।
চলতি বছরের শুরুতে ব্রিটিশভিত্তিক রিপ্রিভ এবং ইএসওএইচআর’র প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বাদশাহ সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটিতে মূলত শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
একুশে সংবাদ.কম/জ.ন.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :