AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে বিক্ষোভে নিহত ৫


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২০ পিএম, ১৪ অক্টোবর, ২০২১
লেবাননে বিক্ষোভে নিহত ৫

লেবাননে শিয়াপন্থী হিজবুল্লাহর সমর্থকদের বিক্ষোভ সমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই গোলাগুলির ঘটনায় অন্তত ৫ জনের প্রানহানি ও সাতজন আহত হয়েছেন।

এই বিষয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, গত বছর বন্দর নগরী বৈরুতে রাসায়নিক বিস্ফোরণের ঘটনা তদন্তে নিযুক্ত বিচারকের অপসারণের দাবিতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী বলেছে, খ্রিস্টান ও শিয়া মুসলিম অধ্যুষিত একটি এলাকায় অবস্থিত ট্রাফিক সার্কেল দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

দেশটির একটি সামরিক সূত্র রয়টার্সকে বলেছে, বিক্ষোভে গুলিতে ৫ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। সূত্র বলছে,  আইন আল-রেমানেহের খ্রিস্টান পাড়া থেকে বিক্ষোভে গোলাগুলি শুরু হয়েছিল।

এই বিষয়ে, হিজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভি বলছে, গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত বেশ কয়েকজনকে বৈরুতের দক্ষিণে শিয়া মালিকানাধীন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলমান রয়েছে।হতাহতের সবাই শিয়াপন্থী বলে ধারণা করা হচ্ছে।

একুশে সংবাদ/রাফি

Link copied!