AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিভোর ৩০ বছরের উদ্ভাবন ভিভোতে শুরু হলো এমআর প্রযুক্তির নতুন অধ্যায়


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০:৩৩ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

ভিভোর ৩০ বছরের উদ্ভাবন ভিভোতে শুরু হলো এমআর প্রযুক্তির নতুন অধ্যায়

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো চিনের ডংগুয়ানে আয়োজিত ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ফার্ষ্ট মিক্সড রিয়েলিটি হেডসেট ভিভো ভিশন ডিসকভারি এডিশন উন্মোচন করেছে।ভিভো ভিশন ডিসকভারি এডিশন হলো চীনের কোনও স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি প্রথম এমআর পণ্য। এই ইনোভেশনের মধ্যে দিয়ে ভিভো, স্মার্টফোন এবং এমআর পণ্য প্রস্তুতকারী প্রথম চীনা কোম্পানি হিসেবে স্থান পেয়েছে।

ভিভোর চার বছরের গবেষণার ফল এই নতুন উন্মোচিত ভিভো ভিশন ডিসকভারি এডিশন। এতে আছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন® এক্সআর ২ + জেন ২ প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের বিনোদন, গেমিং এবং প্রোডাক্টিভ কাজকে আরও সহজ করে তোলে। অরিজিনওএস ভিশন দিয়ে পরিচালনা হয় বলে এটি ব্যবহার ও একদম সহজ।

এছাড়াও, ভিভো তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ক্যামেরা প্রযুক্তিতে একটি বড় আপগ্রেড ঘোষণা করেছে। যার মাধ্যমে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন দৃশ্য চিনতে পারবে, যেমন রাতের ছবি, পোর্ট্রেট বা ভিডিও। ফলে প্রতিটি ছবি বা ভিডিও হবে আরও পরিষ্কার ও সুন্দর।

পাশাপাশি, হার্ডওয়্যার, সফটওয়্যার ও এআই প্রযুক্তি একত্রিত করে একটি পূর্ণ ইকোসিস্টেম তৈরি করছে, যাতে ব্যবহারকারীরা সব ধরনের শটেই সহজ ও উন্নত মানের ছবি ও ভিডিও নিতে পারে। উক্ত অনুষ্ঠানে ভিভোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিওও এবং ভিভো সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হু বাইশান ভিভোর ৩০ বছরের অধ্যবসায়, উদ্ভাবন ও লক্ষ্যের কথা তুলে ধরে তার বক্তব্য রাখেন।

তিনি বলেন, “আজ আমরা উপস্থিত হয়েছি চাং’আনে, যেখানে ভিভোর স্বপ্নের সূচনা হয়েছিল। শুধু অতীতের মাইলফলক স্মরণ করতেই নয় বরং আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভিভোর ৩০ বছরের অধ্যবসায় ও উদ্ভাবনের পথে এগিয়ে চলার সাক্ষী হতে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ব্যবহারকারীর অগ্রাধিকার দিয়ে ‘প্রযুক্তি দিয়ে সৌন্দর্যকে আলোকিত করা’। ভিভো তার শতবর্ষ ব্যাপী টেকসই যাত্রার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

এসময় হেড অফ জাইস ফোটোনিক্স অ্যান্ড অপটিক্স আন্দ্রে কুটজ বলেন, “ভিভো ও জাইসের সহযোগিতা শুধু হার্ডওয়্যার বা সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ নয়। উভয় প্রতিষ্ঠানই ব্যবহারকারীর চাহিদা ও বৈশ্বিক ইমেজিং কমিউনিটির প্রতিক্রিয়া থেকে শিখে নতুনত্ব আনছে। আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারীর জন্য স্মার্টফোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে আরও স্বতঃস্ফূর্ত ও সৃজনশীল করে তুলবে।”

অনুষ্ঠানে ভিভো ২০২৫ সালের ভিশন+ মোবাইল ফটো অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ৫ লাখেরও বেশি ছবি জমা পড়েছে। যার প্রতিটি ছবি ধারণ করা হয়েছে ভিভো স্মার্টফোনে। প্রতিটি ছবি জীবনের প্রকৃত মুহূর্তগুলো ও সমসাময়িক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছে। ভিশন ডিসকভারি এডিশন এবং উন্নত ইমেজিং কৌশল ভিভোর অগ্রগতির নতুন মাইলফলক। এটি ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা এবং আরও উন্নত ডিজিটাল জীবন নিশ্চিত করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!