একটি মুহূর্তে থাকে হাজারো স্মৃতি ও হাজারো আবেগ। যত দূর থেকেই হোক না কেন সেই মুহূর্তকে ধরে রাখার সুযোগ এবার নিয়ে এল ভিভো। স্মার্টফোন উদ্ভাবনে সবসময় এগিয়ে থাকা ভিভো এবার আনতে চলেছে বাংলাদেশে প্রথমবারের মত তাদের ভি সিরিজের নতুন চমক।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও, অনুমান করা হচ্ছে— জাইস সুপার টেলিফটো ক্যামেরা হতে পারে এর একটি আকর্ষনীয় ফিচার। ভিন্ন ফোকাল লেন্থ দিয়ে তৈরি করা যাবে নিজের সেরা ফ্রেম। শুধু চোখে দেখাই নয়, অনুভব করার মতো মুহূর্তগুলো— যেমন মঞ্চে পারফর্মারের আবেগ, ভিড়ের উল্লাস, নবদম্পতির নিঃশব্দ দৃষ্টি কিংবা মানুষ আর প্রকৃতির মিশে যাওয়া শান্ত ছবি ক্যাপচার করা যাবে আরও নিখুঁতভাবে।
১৭৮ বছর ধরে অপটিক্যাল প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জাইস প্রতিষ্ঠানটি । দূরের পাহাড়, ভিড়ের মাঝে মুখের অভিব্যক্তি বা জোছনা রাতে তারাভরা আকাশ, সবই স্পষ্টভাবে ফুটে ওঠে জাইস টেলিফটো লেন্সের মাধ্যমে। হোক সিনেমা বা বিনোদন, বিজ্ঞান, গবেষণা, স্বাস্থ্যসেবা, বা ফটোগ্রাফি শিল্পের বিকাশ এমনকি মহাকাশের ছবি ধারণ সব ক্ষেত্রেই জাইসের টেলিফটো লেন্স প্রযুক্তি মানুষের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে সময়ের সঙ্গে, সময়ের আগে।
ফটোগ্রাফি ও সিনেমায় এই লেন্স বিষয়বস্তুকে কাছে এনে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেয়। ফলে মোমেন্ট গুলো হয় আরও ডিটেইল্ড, ক্লিয়ার ও আবেগপূর্ণ। বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে দূর থেকেও সূক্ষ্ম বিষয়গুলো স্পষ্টভাবে দেখায়। ছোট টেক্সচার বা প্যাটার্ন, যা খালি চোখে ধরা যায় না, সহজেই ধরা পড়ে জাইস অপটিক্সে। মহাকাশ বিজ্ঞানে জাইস-এর নাম ইতিহাসের সাথে জড়ানো— অ্যাপোলো মিশন থেকে জেমস ওয়েব টেলিস্কোপ পর্যন্ত তাদের টেলিফটো প্রযুক্তি কোটি কিলোমিটার দূরের রহস্যময় দৃশ্যও সামনে এনেছে।
চিকিৎসায় এই লেন্স মস্তিষ্ক, চোখ ও কানের সূক্ষ্ম অস্ত্রোপচারে এনেছে যুগান্তকারী পরিবর্তন। দূরের দৃশ্য স্পষ্ট করে চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এ লেন্সে তৈরি ভিডিও ব্যবহৃত হচ্ছে চিকিৎসা শিক্ষা ও রিমোট কনফারেন্সে, যেখানে প্রতিটি খুঁটিনাটি স্পষ্ট ধরা পড়ে। এন্ডোস্কোপ, প্যাথলজি ল্যাবের রোগ নির্ণয় থেকে ফরেন্সিক সায়েন্সে ক্ষুদ্র প্রমাণ বিশ্লেষণ পর্যন্ত এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
শুধু সিনেমা নয়, ক্রিকেট বা ফুটবলের মতো খেলার মাঠেও টেলিফটো লেন্স ব্যবহৃত হয় দূরের খেলোয়ারের পারফরম্যান্স স্পষ্টভাবে দেখানোর জন্য। আল্ট্রা জুম করে দূরের দৃশ্যকে কাছে আনাই নয়, সূক্ষ্ম ডিটেইলস, প্রাকৃতিক রঙ ও কনট্রাস্ট ধরে রেখে প্রত্যাশিত ফল দেয় টেলিফটো লেন্স।
গ্লোবাল লঞ্চের পর ধীরে ধীরে বাজার ব্যাপ্তির পরিকল্পনা রয়েছে ভি সিরিজে এই জাইস এর টেলিফটো প্রযুক্তির। বাংলাদেশে এখনো লঞ্চের তারিখ ঘোষণা না হলেও খুব শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীরাও জাইস টেলিফটো ইমেজিং-এর অভিজ্ঞতা পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে