AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিচারে কিং, দামে চিল: বাজার কাঁপাতে হাজির ভিভো ওয়াই ১৯এস প্রো


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯:৩১ এএম, ২৮ মে, ২০২৫

ফিচারে কিং, দামে চিল: বাজার কাঁপাতে হাজির ভিভো ওয়াই ১৯এস প্রো

কুলেস্ট ঈদের সেলিব্রেশনের আনন্দ আরও বাড়াতে ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের নতুন সংযোজন ওয়াই ১৯এস প্রো। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স, অ্যান্টি-ড্রপ ডিজাইন এবং স্মুথ ডিসপ্লের সমন্বয়ে নতুন ফোনটি এক কথায় – ফিচারে কিং, দামে চিল। কেননা, বাজেটে থাকবে স্বস্তি, সাথে ফিচারও মিলবে ভরপুর।

ঈদের সারাদিনের ব্যস্ততায় চার্জ দিতে ভুলে গেলেও ভিভো ওয়াই১৯এস প্রো ফোন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এর ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে চার্জ হবে খুবই দ্রুত। একদিকে রেডি হতে হতেই অন্যদিকে মাত্র ৩৮ মিনিটেই ফোন চার্জ হয়ে যাবে ৫০%। এর ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে সারাদিন।

ভিভো ওয়াই১৯এস প্রো ফোনে উন্নত অ্যান্টি-ড্রপ ডিজাইন থাকায় যেকোনো অসাবধানতায় হাত থেকে পড়ে গেলেও এটি থাকে সুরক্ষিত। নির্ভরযোগ্যতার জন্য নতুন এ স্মার্টফোনটির আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ও এসজিএস ফাইভ স্টার ড্রপ রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। আর ধুলোবালি ও পানির ছিটেফোঁটা থেকে রক্ষা করতে আছে আইপি৬৪ রেটিং। ভেজা হাতেও এই ফোনের স্ক্রিন কাজ করে স্মুথলি।  

ফোনটির ৬.৬৮ ইঞ্চির ৯০ হার্জের ডিসপ্লে স্ক্রল, টাইপ কিংবা সোয়াইপ – সবকিছুই করে তোলে আরও স্মুথ ও স্বাচ্ছন্দ্যময়। ১০০০ নিটস পিক ব্রাইটনেসে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সও হয় অত্যন্ত প্রাণবন্ত। টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন থাকায় চোখে একদমই চাপ পড়ে না। এমনকি প্রাণবন্ত অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে ডুয়াল স্পিকার, যা ৩০০% পর্যন্ত বাড়তি ভলিউম দিতে সক্ষম।

এছাড়াও ৫০ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরায় প্রতিটি ছবিই হয় স্পষ্ট ও নিখুঁত। সেলফি হোক বা পোর্ট্রেট, কম আলোতেও ওয়াই১৯এস প্রো-এর নাইট মোডে ছবি হয় দুর্দান্ত মানের।

এদিকে ১৭ মে থেকে শুরু হওয়া ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে ভিভোর ফোন কিনে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা প্রতিদিনই জিতে নিচ্ছেন ফ্রিজ, এসি সহ নানান আকর্ষণীয় পুরস্কার। আর এই ঈদেই বাড়তি কুলনেস যোগ করতে এসেছে ভিভো ওয়াই১৯এস প্রো। যাকে বলা হচ্ছে একদম চিল প্রাইসে ফিচারের রাজা। ফোনটি পাওয়া যাচ্ছে গ্ল্যাশিয়ার ব্লু, পার্ল সিলভার ও ডায়মন্ড ব্ল্যাক কালার অপশনে। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ও ভরপুর ফিচারের আকর্ষণীয় এ ফোনটি পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ অপশনে। যার ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটি মিলছে ১৫, ৪৯৯ টাকায়।

 

একুশে সংবাদ /এস.কে/এ.জে

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!