AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘১‍+১‍=৩’ প্রমাণ করতে পারলেই মিলবে অ্যাপলে চাকরি!


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২:৩৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৩
‘১‍+১‍=৩’ প্রমাণ করতে পারলেই মিলবে অ্যাপলে চাকরি!

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলে চাকরি লাখ লাখ মানুষের স্বপ্ন! অনেক সময় যোগ্যতা থাকার পরও সুযোগ পাওয়া হয়ে ওঠে না। এবার অভিনব উপায়ে চাকরি দিতে চান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) টিম কুক।

সম্প্রতি এ নিয়ে একটি পডকাস্ট করেছেন শিল্পী দুয়া লিপা। অ্যাপলের বর্তমান কর্মীদের মধ্যে যেসব যোগ্যতা রয়েছে,পডকাস্টে তা বলেন টিম কুক। তিনি একটি অংকের হিসাব দেন। যাতে বলা হয়, ১ ও ১ যোগ করলে সাধারণত ২ হয়। কিন্তু অ্যাপলে চাকরি পেতে হলে, ১ ও ১ যোগ করলে ৩ হতে হবে। তাহলেই মিলবে চাকরি।

টিম কুকের ‘১‍+১‍=৩’ থিওরির মানে, দুইজন কর্মীকে তিনজনের কাজ করার যোগ্যতা রাখতে হবে। কর্মীদের ভেতরে এই ধরনের মানসিকতা থাকলেই কাজের সর্বোচ্চ আউটপুট আসবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, অ্যাপলে চাকরি করতে হলে সব বিষয়ে সমন্বয় রাখতে হবে। আর এটি অনেক গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা। চাকরি প্রত্যাশীদের মাঝে অ্যাপল প্রধানত দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে বলে জানান কুক। আর সে প্রশ্ন দুটো হলো, তারা কি সব সমন্বয় করতে পারবে? ‘১‍+১‍=৩’, এটা কি তারা গভীরভাবে বিশ্বাস করে?

অ্যাপলে চাকরি পেতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা বাধ্যতামূলক নয় বলেও জানান প্রতিষ্ঠানটির সিইও।


একুশে সংবাদ/এস কে 

Link copied!