AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অত্যন্ত বিপদজনক যেসব অ্যাপ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:০৪ পিএম, ২৫ জুলাই, ২০২৩
অত্যন্ত বিপদজনক যেসব অ্যাপ

ডিজিলাটাইজেশনের এই যুগে আকর্ষণীয় ফিচারের আড়ালে অনেক অ্যাপই আপনার স্মার্টফোনের ক্ষতি করে। কখনও ঢুকে পড়ে ম্যালওয়্যার, তো কখনও সাফ হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট! তাই অনেক সময়ই ইউজারদের সতর্ক করে থাকেন সাইবার বিশেষজ্ঞরা।

 

তেমনই ফের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আটটি অ্যাপ ডিলিট করার পরামর্শ দিলেন ফরাসি গবেষকরা। অ্যাপগুলোকে ‘অত্যন্ত বিপদজনক’ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।


ক্ষতিকর এই অ্যাপগুলো এরই মধ্যে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। কিন্তু যাদের ফোনে আগে থেকেই অ্যাপগুলো ইনস্টল করা আছে, তারা এখনও তা ব্যবহার করতে পারছেন। তাছাড়া গুগল এর APK ভার্সান এখনও পাওয়া যাচ্ছে। এর মাধ্যমেও এগুলো ডাউনলোড করা যাবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ নিয়ে ইউজারদের সতর্ক করা হয়েছে-


ভ্লগ স্টার ভিডিও এডিটর (Vlog Star Video Editor): এরই মধ্যে ১০ লাখ ইউজার প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেছেন। কিন্তু গবেষকদের মতে, এই অ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষতি করবে।


ক্রিয়েটিভ 3D লঞ্চার (Creative 3D Launcher): আপনার স্মার্টফোনের হোম স্ক্রিনের ছবিগুলো 3D-র মতো দেখতে লাগবে। স্বাভাবিক ভাবেই এমন ফিচারে আকৃষ্ট হন ইউজাররা। কিন্তু মোবাইলের জন্য এটি ক্ষতিকর।


ফানি ক্যামেরা (Funny Camera): নামেই বুঝতে পারছেন এই অ্যাপটির মাধ্যমে ছবি তোলার ক্ষেত্রে নানা ফিল্টার ব্যবহার করা যায়। তবে এই অ্যাপটি স্মার্টফোনে না রাখাই শ্রেয়।


ওয়াও বিউটি ক্যামেরা (Wow Beauty Camera): এই অ্যাপটি আপনার ছবিটি সুন্দর করে তোলার জন্য নানা ধরনের বিউটি ফিল্টার ব্যবহারের সুযোগ দেয়। কিন্তু এর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।


জিআইএফ ইমোজি কিবোর্ড (Gif Emoji Keyboard): এটি একটি স্পেশ্যাল কিবোর্ড যার মাধ্যমে জিআইএফ ইমোজি ব্যবহার করা যায়। কিন্তু গবেষকরা অ্যাপটি ডিলিট করার পরামর্শ দিচ্ছেন।


র‌্যাজার কিবোর্ড অ্যান্ড থিম (Razer Keyboard & Theme): এই কিবোর্ডের মাধ্যমেও নিজের ইচ্ছামতো Gif ইমোজি ব্যবহার করা যায়। তবে স্মার্টফোন সুরক্ষিত রাখতে এটি সরিয়ে ফেলুন।


ফ্রিগ্লো ক্যামেরা ১.০.০ (Freeglow Camera 1.0.0): এই ফটোগ্রাফি অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন ইউজাররা। কিন্তু অজান্তেই তা ফোনের ক্ষতি করে।


কোকো ক্যামেরা ভি১.১ (Coco camera v1.1): এই অ্যাপ আপনার ছবিকে দেয় রেট্রো লুক। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে হয়তো প্রচুর লাইকও পান আপনি। কিন্তু এই অ্যাপটি ডিলিট করে বরং অন্য সুরক্ষিত অ্যাপ ব্যবহার করুন।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!