শীতের কষ্ট আমরা অনেকেই কোনো না কোনোভাবে সহ্য করতে পারি। কিন্তু পথের ধারে, খোলা আকাশের নিচে বসবাস করা মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য শীত যেন অসহনীয় যন্ত্রণা। সেই অসহায়ত্ব উপলব্ধি করে ফরিদগঞ্জে এক মানবিক উদ্যোগ নিয়েছেন এক পুলিশ সদস্যসহ কয়েকজন তরুণ।
ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্য ইসমাইল হোসেন (রুবেল), ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, তরুণ সাংবাদিক মো. ইয়াছিন পালোয়ান এবং সমাজসেবক শেখ ফাহাদ—নিজেদের ব্যক্তিগত অর্থায়নে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে অবস্থান করা মানসিক ভারসাম্যহীন ও অসহায় ব্যক্তিদের খুঁজে বের করে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা। কোনো সংগঠনের ব্যানার বা প্রচারণা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
কম্বল পেয়ে এসব অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। কারও কারও চোখেমুখে দেখা যায় স্বস্তি ও প্রশান্তির ছোঁয়া, যা মানবিক উদ্যোগে যুক্ত তরুণদের হৃদয় ছুঁয়ে যায়।
উদ্যোগে অংশগ্রহণকারীরা জানান, শীতের তীব্রতায় কাঁপতে থাকা মানুষগুলোর কষ্ট দেখে তাদের মধ্যে এই উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা তৈরি হয়। তাদের ভাষায়, “মানবতার পাশে দাঁড়াতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। সামান্য সহায়তাও একজন অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি এনে দিতে পারে।”
এদিকে, স্থানীয় এলাকাবাসী এই নীরব ও অনাড়ম্বর মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন মানবিক কাজ সমাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং মানবতার চর্চা আরও বিস্তৃত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

