দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন নারী (৪২) ও একজন পুরুষ (৫২) বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন রোগী। চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ভর্তি হয়েছেন ৭৬ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৫০ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহে ২০ জন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এর মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী ৬০ জন। এ ছাড়া এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৩ হাজার ৮৩১ জন রোগী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

