AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরার চাম্পাফুলে গুণীজন, শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
০৯:৩০ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার চাম্পাফুলে গুণীজন, শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং গুণীজনদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷

শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’র আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংগঠনটির সংগঠনটির সাবেক সভাপতি অলিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। এছাড়া উপদেষ্টা নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম ডি আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক রহিমা আতকেয়া জেবা, কমিউনিকেশন এন্ড আইটি সম্পাদক জিসান আহমেদ, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তরুণ কুমার বিশ্বাস বলেন, সমাজে নানা শ্রেণি পেশার মানুষ রয়েছে। সবাইকে সমান মর্যাদা ও শ্রদ্ধা করতে হবে। ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ারও পরিকল্পনা করতে হবে। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের সম্মান এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই জীবনের সফলতা লাভ করা সম্ভব।

এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়া কবিতা আবৃত্তি, গান ও কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা। পরে অনুষ্ঠানের সভাপতি মো. অলিউল্লাহ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে গিফট স্পন্সর ছিলেন অত্র এলাকার স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘তারিক আইটি সার্ভিস’ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলমগীর কবির ফাউন্ডেশন’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১লা জানুয়ারি কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠা সংগঠন ‘আমরা’। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের জেলা সাতক্ষীরার চাম্পাফুল আঃপ্রঃচ মাধ্যমিক বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সমাজের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!