আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকায় ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে দোহাজারী পৌরসভার পুরাতন রেলওয়ে মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। মিছিলটি দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করে।
শফিকুল ইসলাম রাহী নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে দেশের উন্নয়ন এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সাধারণ জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

