AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রামণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৩ পিএম, ১৬ জুন, ২০২২
দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রামণ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৩৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জনে। শনাক্তের হার ৫ দশমিক শূণ্য ৭৬ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি । ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তীত রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।

 

বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ২২৩টি । নমুনা পরীক্ষা করা হয় ৬ হাজার ২০০ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক শূণ্য ৭৬ শতাংশ।। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দুই সপ্তাহ ধরে এটি বাড়ছে আশঙ্কাজনক হারে। গত সপ্তাহে ১ থেকে ২-এর মধ্যে থাকলেও সবশেষ ২-৩ দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। গতকাল ছিল ৩-এর ঘরে, আজ এটি পেরিয়ে গেল ৫-এর ঘর। বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বলে আসছেন করোনা শনাক্তের হার ৫-এর নিচে থাকলে সেটাকে ‘নিরাপদ’ সীমা বলা যায়। এর ভিত্তিতেই করোনা প্রতিরোধে বিধি-নিষেধ কতটা কী দেওয়া দরকার তা ঠিক করা হয়।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

 

Link copied!