AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোর মাগুরা নড়াইলে আরো ৬২ করোনা রোগী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৫৬ পিএম, ৬ এপ্রিল, ২০২১
যশোর মাগুরা নড়াইলে আরো ৬২ করোনা রোগী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় আজ আরো ৬২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগ্রহ করা।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনা গুলোর মধ্যে ৪৩টি পজেটিভ বলে শনাক্ত হয়।

এছাড়া এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১২টি পজেটিভ বলে শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি ছিল পজেটিভ। পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট ৫২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের
মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন।


একুশে সংবাদ/ই/আ

Link copied!