AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নষ্ট মাল্টাগুলো মাটির নিচে পুঁতে ফেলা হলো


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০৯ পিএম, ১৭ জুন, ২০২১
নষ্ট মাল্টাগুলো মাটির নিচে পুঁতে ফেলা হলো

চট্টগ্রাম আনোয়ারা পারকী সমুদ্র সৈকতজুড়ে গত ২দিন ধরে দেখা যাচ্ছে মাল্টা আর মাল্টা। স্থানীয়রা জানান, ১৪ই জুন(মঙ্গলবার) গভীর রাতে ২টি কার্ভাড ভ্যানে করে পারকী সমুদ্র সৈকতের পাশে পড়ুয়াপাড়ার পশ্চিমে বেড়ীবাঁধে নষ্ট মাল্টাগুলো ফেলে চলে যাই। পরের দিন স্থানীয় লোকজন পারকী সৈকতে এত মাল্টা দেখে বিস্মিত হয়ে যান। ধরনা করা হচ্ছে মাল্টাগুলো আমদানি করা বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে নষ্ট হয়ে যাওয়ায় রাতের আঁধারে কার্ভাড ভ্যানে করে ফেলে দিয়েছে। পরে জোয়ারের পানিতে সেগুলো সৈকতের আঁধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়। সৈকতজুড়ে মাল্টা দেখে এলাকার লোকজন ও ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে গিয়ে মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করতে থাকে।

গত দুই দিন ধরে নষ্ট মাল্টাগুলো পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা দেখা দিলে স্থানীয় প্রশাসন মাল্টাগুলোকে কুড়িয়ে মাটির নিচে পুতে ফেলার সিন্ধান্ত নেন। এব্যাপারে স্থানীয় ২নং বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ১৪ই জুন রাত আনুমানিক ১টার দিকে দুষ্কৃতকারী যে কোন ব্যবসায়ী নষ্ট মাল্টাগুলো এখানে ফেলে চলে যাওয়াতে গত দুই দিনে দূর্গন্ধ হতে শুরু হয়। পরিবেশ দূষণের আশাঙ্কায় উপজেলা প্রশাসন মাল্টাগুলো মাটিতে পুতে ফেলতে বলেছে সেজন্য ১০জন শ্রমিক লাগিয়ে মাটিতে পুতিয়ে ফেলা হলো। 

প্রশাসনের উচিত পরিবেশ বিনষ্টকারী ব্যবসায়ীকে খোঁজে শাস্তির আওতায় আনা। এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ যুবায়ের আহমেদ বলেন, সৈকতে পচা মাল্টার খবর গতকাল সন্ধ্যায় জানতে পেরেছি। আজকে সৈকতের পরিবেশ দূষণ হওয়ার আগে সব মাল্টাগুলোকে মাটির নিচে পুতে ফেলার জন্য বলা হয়েছে।

 

 

 

একুশে সংবাদ/এস,এম,সালাহ্উদ্দীন 

Link copied!