ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের বহুল পরিচিত টিকটকার দানিয়া শাহ এবং তার স্বামী হাকিম শেহজাদ। বৃহস্পতিবার (৬ মার্চ) এ দম্পতির গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দানিয়া শাহ ও তার স্বামী তাদের দলের সঙ্গে ভ্রমণ করছিলেন। তখন ভুল দিক থেকে অসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের গাড়িতে ধাক্কা দেয়। এ সময় সংঘর্ষে মোটরসাইকেলে থাকা চালকের মৃত্যু হয়। আর তার স্ত্রী আহত হন।
দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন টিকটকার তারকার স্বামী হাকিম শেহজাদ। এ ব্যাপারে তিনি বলেন, তখন আমি গাড়ি চালাচ্ছিলাম না। গাড়িটি আমাদেরই একজন চালাচ্ছিলেন।
এদিকে এ দুর্ঘটনার পরই হাকিম শেহজাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠে। তবে সেই অভিযোগ নাকচ করে তিনি জানান―সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষতিগ্রস্ত গাড়ির ছড়িয়ে পড়া ফুটেজ থেকে দুর্ঘটনার তীব্রতা স্পষ্ট হয়ে উঠেছে।
এ ঘটনায় শারীরিকভাবে কোনো আঘাত না পেলেও মানসিকভাবে চরম আহত হয়েছেন বলে জানিয়েছেন টিকটকার দানিয়া শাহ। তিনি নিহত মোটরসাইকেল আরোহীর পরিবার, বিশেষ করে তার সন্তানদের আর্থিক সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইতে হাকিম শেহজাদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন দানিয়া মাহ। এর আগে টিভি ব্যক্তিত্ব আমির লিয়াকতের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ টিকটকার। কিন্তু ২০২২ সালে মারা যান আমির লিয়াকত।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

