বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারকা ও সাংবাদিকরা ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। বিতর্কিত সে গ্রুপ নিয়ে আবারও বিপাকে অভিনেত্রী সোহানা সাবা।
‘আলো আসবেই’ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন সাবা। এ গ্রুপের সদস্য হওয়ায় নানাভাবে সমালোচিত হন অভিনেত্রী। তবে নতুন করে সে গ্রুপ নিয়ে আবারও বিপাকে পড়েছেন তিনি।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় সোহানা সাবা ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন,আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে আলো আসবেই গ্রুপের জন্য। এটা কীভাবে যাচ্ছে, আমি জানি না।
সোহানা সাবা আরও বলেন,আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না। কিন্তু এটা যাচ্ছে।
‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। এ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি।
গ্রুপের অন্যতম সদস্য ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সার, নিপুণ, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, শুভ্র দেব, ভাবনা, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :