AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওটিটিতে আসছে ‘রিকশা গার্ল’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৫০ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ওটিটিতে আসছে ‘রিকশা গার্ল’

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা ‘রিকশা গার্ল’ মুক্তির পর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাধারণত এমন আয়োজনে বিশেষ শ্রেণি-পেশার মানুষেরা দাওয়াত পান, তবে এই সিনেমাটি রিকশাচালকদের গল্প নিয়ে তৈরি হওয়ায় এবার শতাধিক রিকশাচালকের জন্য বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। মুক্তির তিন সপ্তাহের মাথায় সিনেমাটি ১২ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে।

১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৪টায় কেরানীগঞ্জের “জয় সিনেমাস লায়ন শপার্স ওয়ার্ল্ড”-এ এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে সিনেমার নির্মাতা ও শিল্পীরাও উপস্থিত থাকবেন।

সিনেমার প্রধান অভিনেত্রী নভেরা রহমান জানান, “শুটিং চলাকালীনই এ ধরনের একটি প্রদর্শনীর পরিকল্পনা হয়েছিল। অবশেষে সেটি বাস্তবায়িত হচ্ছে। এর আগে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার বিশেষ শো গার্মেন্টস শ্রমিকদের জন্য হয়েছিল, তবে সে সময় আমি থাকতে পারিনি। এবার এই প্রদর্শনীতে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারব, শো শেষে তাদের মতামতও শুনব।”

সিনেমার গল্প মানেই শিল্পীর মনের লড়াই। এ গল্পে আবর্তিত হয়েছে নাঈমা নামে এক শিল্পী মনা মেয়ের জীবন সংগ্রামের ওপর। ছবি আঁকতে ভালোবাসলেও সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাঈমাকে লড়াই করতে হয় জীবনযুদ্ধে। পয়সার অভাবে সে রিকশা চালাতে শুরু করে, কিন্তু সামনে আসে নতুন চ্যালেঞ্জ। তার স্বপ্ন কি পূরণ হবে? এই প্রশ্নের উত্তর নিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প।

নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে, যার গল্প “মিতালি পারকিন্সের” উপন্যাসের অবলম্বনে তৈরি করা হয়েছে।

‘রিকশা গার্ল’-এর শুটিং করোনা মহামারির আগেই শেষ হয়েছিল। যদিও ২০২০ সালে মুক্তির পরিকল্পনা ছিল, তবে সেটি পরিবর্তন করা হয়। সিনেমাটি বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের ৫২টি শহরে সিনেমাটি প্রদর্শিত হয়। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার রিকশাচালকদের জন্য এটি বিশেষ শো এবং ওটিটিতে স্ট্রিমিং-এর মাধ্যমে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছাবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!