AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পপিকে নিয়ে ওমর সানীর আবেগঘন বার্তা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১১ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

পপিকে নিয়ে ওমর সানীর আবেগঘন বার্তা

দীর্ঘদিন আড়ালে থাকার পর ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি সম্প্রতি স্বামী ও সন্তানসহ প্রকাশ্যে এসেছেন। জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ বছর আগে জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি এবং তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। বর্তমানে তারা খুলনায় বসবাস করছেন।

সম্প্রতি পারিবারিক জমি নিয়ে বিরোধের কারণে পপির বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে বলা হয়েছে, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান এবং এ নিয়ে পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।

পপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার কষ্টার্জিত অর্থে তিনি জমি কিনেছেন, যা তার পরিবার ভোগ করছে। তিনি আরও দাবি করেন, পরিবারের সদস্যদের অত্যাচারের শিকার হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে পপি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছেন এবং তার সম্মানহানির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, পপির স্বামী আদনান উদ্দিন কামাল আগে পপিকে পারিবারিক বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন এবং বিয়ের খবর অস্বীকার করেছিলেন। তবে বর্তমানে পপির সঙ্গে তার সংসার ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

চলচ্চিত্রে পপির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানী। সিনেমাটি পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। পরে ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এবার চলচ্চিত্র অভিনেতা ওমর সানী নিজের ফেসবুকে লিখলেন পপিকে নিয়ে। পপির এই পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত জীবনের তথ্য প্রকাশ্যে আসার পর, সহকর্মী ওমর সানী তার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি পপির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করে তার জন্য দোয়া করেছেন। পোস্টটি নেটিজেনদের চোখে পড়তে সময় নেয়নি। বিনোদন অঙ্গনের অনেকেই মন্তব্য করেছেন।

চলচ্চিত্র অভিনেতা ওমর সানীর বলেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক।’

ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!