বলিউডের অন্দর মহলের অন্যতম আলোচিত দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন। প্রায়ই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েনের গুঞ্জন শোনা যায়। কখনো বচ্চন পদবি বাদ দেওয়া, কখনো একসঙ্গে জনসম্মুখে আসা—এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার পুত্রবধূ ঐশ্বরিয়ার সৌন্দর্য নিয়ে মন্তব্য করলেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
কী বললেন অমিতাভ? এই মুহূর্তে অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ সঞ্চালনা করছেন। শো-এর এক পর্বে অংশ নেন এক কিশোরী প্রতিযোগী, যিনি ছিলেন ঐশ্বরিয়ার ভক্ত।
তিনি অমিতাভকে প্রশ্ন করেন— "ঐশ্বরিয়া রায় কত সুন্দর! আপনি তো তার সঙ্গে থাকেন,সুন্দর হওয়ার কোনও টিপস দেবেন তার থেকে জেনে আমাকে? "
জবাবে অমিতাভ বলেন— "আমরা জানি, তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। আসল সৌন্দর্য হলো মনের সৌন্দর্য, যা চিরদিন থেকে যায়।"
কী ইঙ্গিত করলেন অমিতাভ? অমিতাভের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। তিনি কি কেবল ঐশ্বরিয়ার প্রশংসা করলেন, নাকি অন্য কিছু ইঙ্গিত করলেন?
এটি কি নিছকই নাতনিসম বয়সি কিশোরীকে দেওয়া নীতিবাক্য, নাকি পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কের কোনো প্রতিচ্ছবি?
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

