কখনও সরাসরি শ্যুটিং ফ্লোরে, কখনও ফোনে, কখনও আবার চিঠিতে; একের পর এক মেরে ফেলার হুমকি পেয়েছেন বলিউডের সালমান খান। সিনেমার পর্দায় ‘দাবাং’ হলেও বাস্তুব জীবনে সালমানকে নিয়ে কড়া নিরাপত্তা। বডিগার্ড থেকে বুলেটপ্রুফ গাড়ি- সবই আছে সালমানের। এরপরও বাড়ির ছেলের নিরাপত্তা নিয়ে চিন্তিত সালমান খানের পরিবার। তাই ভাইজানের আসন্ন জন্মদিন উপলক্ষ্যে এবার বদলে গেল চিরচেনা পরিকল্পনা।
আগামী ২৭ ডিসেম্বর ৫৯তম বছরে পা দিচ্ছেন সালমান খান। গত বছরও মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ছিল ভক্তদের ভিড়। বাবা সেলিম খানকে নিয়ে বাড়ির বারান্দায় এসেছিলেন ভাইজান। ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেছিলেন। এবার বলিউডের ‘দাবাং’ খানের জন্মদিনের পরিকল্পনা কী? সে প্রসঙ্গে কথা বলেন ভাই সোহেল খান।

সোহেল জানান, এবার একেবারে ঘরোয়াভাবেই ভাইজানের জন্মদিন উদযাপন করা হবে। পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, হাতেগোনা কয়েকজন বন্ধুও আসবেন সুপারস্টারকে শুভেচ্ছা জানাতে। এখন নিরাপত্তার বড় কড়াকড়ি। তাই যা আয়োজন সমস্ত কিছু বাড়ির মধ্যেই হবে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

