AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:১৫ পিএম, ১ আগস্ট, ২০২৪

নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। দাপটের সঙ্গে কাজ করছেন নাটক ও ওটিটিতে। তবে এখন নাটকের চেয়ে ওটিটিতেই ব্যস্ত এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে।

জানা গেছে, নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। আসন্ন ওই ওয়েব সিরিজটিতে থাকছে ৬ টি পর্ব। যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান।

গ্ল্যামারাস গাউনে তানজিন তিশা

সিরিজটির ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে। সেগুলো হলো ‘‌রিওইন্ড’, ‘‌টাইম লুক’, ‘‌ক্রস কানেকশন’, ‘‌সোল্ড ফুল অ্যাক্ট’ ও ‘‌ব্রেকআপ প্যাচআপ’। এদিকে এরই মধ্যে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা অংশু।

নির্মাতা জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সিরিজটির শ্যুটিং। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শ্যুটিং শেষ হবে। এর দুটি পর্ব দেশে শ্যুটিং হবে, বাকি চারটি শ্যুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

কোটি ভিউয়ের হাফ সেঞ্চুরি, উচ্ছ্বসিত তিশা

সিরিজটি প্রসঙ্গে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি নিয়ে কিছু বলতে পারছি না। অনেক কিছুই আমার মাথায় নেই। তবে এটুকুই বলতে পারি, এটা একটা ভিন্ন ধারার গল্প, দারুণ কাজ করছি। তবে কখন কোথায় রিলিজ হবে তা এ মুহূর্তে বলতে পারব না। কাজ এখনও শেষ হয়নি।’

তিশা আরও বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শ্যুটিং শুরু হবে। আমিও অপেক্ষা করছি কাজটি শেষ করার।’

একুশে সংবাদ/এনএস

Link copied!