AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিপজলের নামে গরু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০৭ পিএম, ১৭ জুন, ২০২৪

ডিপজলের নামে গরু

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অনেক গরুর খামারি গরুদের নানা ধরনের নাম রাখেন। নাম রাখার বেলায় এগিয়ে আছে তারকাদের নাম। শাকিব খান, জায়েদ খান, ডিপজল, হিরো আলম থেকে শুরু করেন অসংখ্যা তারকার নামে নাম রাখা হয়েছে গরুর নামে। গরুর হাটে তারকাদের নামে গরুর নামকরণের প্রচলন বেশ ক’বছর ধরে শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভাষ্য, ‘এটা তো আসলে ভক্তরা পছন্দ করে রাখে। এটা লইয়া কোনও কিছু বলার নাই। ভালোবাসা থেকেই তো নাম দেয়। শুধু আমাগোই না, শাহরুখ, সালমান খানের নামও তো রাখে। ভালোবেসে ভক্তরা অনেক কিছুই করে। এগুলো সবই ভক্তগোর ভালোবাসা।‘

তবে এবারের হাটে বেশ কয়েকটি গরুর নাম রাখা হয়েছিল ডিপজল। আবার একই গরুর দুটি নাম দেওয়া হয়েছিল। প্রথমে শাকিব খান রাখা হয়। গরুর মালিক জানান, যদি দিন শেষে বিক্রি না হয়, তাহলে হয়তো ডিপজল নাম দিয়ে হয়তো বিক্রি করবেন।

এদিকে ঈদ উপলক্ষে ডিপজল এফডিসিতে কোরবানি দিয়েছেন। জানালেন, শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তিনি এভাবে শামিল হয়েছেন।


একুশে সংবাদ/কা.ক./ এসএডি

Link copied!