AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের হাতে ‘রত্নগর্ভা’পুরস্কার, মেয়ে হিসেবে সেরা প্রাপ্তি: মিমি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৪৮ পিএম, ১৩ মে, ২০২৪

মায়ের হাতে ‘রত্নগর্ভা’পুরস্কার, মেয়ে হিসেবে সেরা প্রাপ্তি: মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে রোববার (১২ মে) এক অনুষ্ঠানে মা তাপসী চক্রবর্তীর হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার তুলে দেন।


মিমি তার ফেরিফাইড ফেসবুক পেজে মায়ের সঙ্গে অনুষ্ঠানে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমি কৃতজ্ঞতা জানাই বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং সবাইকে যারা এই অ্যাওয়ার্ডটির সাথে যুক্ত ছিল। আমি আপ্লুত যাদের সাথে এবং যেই প্যানেলিস্টদের সাথে একই মঞ্চে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আমার মাকে। আমি নিশ্চিত এটি তার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত।

অভিনেত্রী আরও লেখেন, আমি ধন্যবাদ জানাই মাতৃ দিবস দিনটাকে এইরকম ভাবে সুন্দর করে তোলার জন্য। এই অ্যাওয়ার্ডটির জন্যে কতটা যোগ্য আমি জানিনা কিন্তু আমি এটাই বলবো যে এই অ্যাওয়ার্ডটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সাথে ভালো কাজ করার জন্য।

সম্প্রতি রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় কাজ করেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই শাকিব খানের সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করলে তা নজর কেড়েছে ভক্তদের মাঝে। 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!