AB Bank
ঢাকা রবিবার, ২৬ মে, ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

শাকিবের তুফান সিনেমায় খলনায়ক চঞ্চল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০১ পিএম, ২০ এপ্রিল, ২০২৪
শাকিবের তুফান সিনেমায় খলনায়ক চঞ্চল

রুপালি পর্দায় বড়সড় ধামাকা দিতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং ঢালিউড কিং শাকিব খান। এ দুই জনপ্রিয় সেলিব্রেটিকে এক ফ্রেমে বন্দি করতে চলেছেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফি।

 

জানা গেছে, রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘তুফান’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। এ সিনেমাতেই নায়ক হিসেবে ধরা দেবেন শাকিব। এই মুহূর্তে ভারতের কলকাতায় পুরোদমে চলছে সিনেমার শুটিং। পরিচালকসহ সিনেমার নায়ক ও পুরো টিম সেখানে অবস্থান করছেন।

নায়িকা হিসেবে গুঞ্জন শোনা যাচ্ছে কলকাতার মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

সিনেমাটি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে দর্শকদের। কারণ এ সিনেমায় খলনায়ক বা ভিলেন চরিত্রে কলকাতার যিশু সেনগুপ্তরও থাকার কথা রয়েছে। সিনেমায় অভিনয় প্রসঙ্গে চঞ্চলকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, কম সময়ের জন্য এ সিনেমায় আমাকে দর্শক ভিলেন হিসেবেই দেখবেন।
‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমার লুকে অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি: চঞ্চলের ফেসবুক থেকে
প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি। এ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও দেশের মাসুমা রহমান নাবিলাকে। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তুফান’ সিনেমা।
রাফির সিনেমায় মিমি ও নাবিলা(ডানে)। ছবি: সংগৃহীত

একুশে সংবাদ/এনএস

Link copied!