AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশ্লীল ভিডিও ভাইরাল ক্যারিয়ার ধ্বংস হলো অভিনেত্রীর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৪৯ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৪

অশ্লীল ভিডিও ভাইরাল ক্যারিয়ার ধ্বংস হলো অভিনেত্রীর

স্থিরচিত্র কিংবা ভিডিও দৃশ্য, এমনকি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বোল্ড অবতারে প্রায়ই ধরা দিতে দেখা যায় বিভিন্ন ভোজপুরি অভিনেত্রীকে। এ কারণে অধিকাংশ সময়ই চর্চায় থাকেন তারা। সোশ্যালে কেউ কেউ আবার প্রতিনিয়তই বোল্ড অবতারে মেলে ধরেন নিজেকে।

 

সোশ্যালে খোলামেলা পোশাকে নাচের ভিডিও-ও আপলোড করেন অভিনেত্রী। এদের মধ্যে অন্যতম ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত। মাঝে মাঝেই আবেদনময়ীবভাবে নিজেকে তুলে ধরে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি।

कृष्ण भक्ति में डूबी मशहूर एक्ट्रेस, भूली ग्लैमर! फेक MMS वीडियो लीक होने  पर झेली थी बदनामी - After fake mms viral video bhojpuri actress priyanka  pandit spending time in temple tmovf

বছরখানেক আগে একবার ভিন্নভাবে শিরোনামে উঠে আসেন এ অভিনেত্রী। ২০২২ সালে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয় সোশ্যালে। যেখানে ভিডিওতে থাকা নারীকে দাবি করা হয়েছিল, তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা। সেই ভিডিওটি ভাইরাল হতেই ক্যারিয়ারে বিশাল বড় ধাক্কা লাগে তার।

Bhojpuri actress Priyanka Pandit MMS leaked, video goes viral on social  media - Aaj Ki Khabar

এ অভিনেত্রী ঘটনার সময় তাৎক্ষণিক কিছু না বললেও পরে অবশ্য কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তখন খুবই ভয়ানকভাবে দিন কাটিয়েছেন তিনি। রাতারাতি ভিডিওটি ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা ও কটাক্ষ। পরে অবশ্য আইনি পদক্ষেপ নিয়েছিলেন প্রিয়াঙ্কা।

Priyanka Pandit: 10 times when the actress grabbed the attention with her  pics | Times of India

পরে অবশ্য এ ব্যাপারে কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, ভিডিওতে থাকা মেয়েটি তিনি নন। কোথাও আবার দাবি করেছেন, ভুয়া ভিডিওটি রাতারাতি ক্যারিয়ার শেষ করে দিয়েছে তার।

Pin on Bhojpuri Actress

এদিকে অন্য একটি সংবাদমাধ্যমের খবর, গত বছরের ফেব্রুয়ারিতে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, শুধু তার বদনাম ছড়ানোর জন্যই কেউ ভিডিওটির সঙ্গে নাম জুড়ে দিয়েছে তার। তিনি বলেছিলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যাতে করে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এ কারণে খুব নিখুঁতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!