AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিতেছিলেন অস্কার, তবুও দোসা বানাচ্ছেন রামচরণ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৩৬ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৪

জিতেছিলেন অস্কার, তবুও দোসা বানাচ্ছেন রামচরণ

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার তিনি। ‘আরআরআর’ ছবির কল্য়াণে পরিচিতি পেয়েছেন বিশ্বব্যাপী। ৯৫তম অস্কার মঞ্চে ‌‘নাটু নাটু’ পারফর্ম করেও তাক লাগিয়ে দিয়েছিলেন। বলা হচ্ছে, অভিনেতা রামচরণের কথা। সেই সুপারস্টাকেই এবার দেখা গেল দোসা বানাতে। নেটদুনিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে তোলপাড়। অস্কারপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার কিনা দোসা বানাচ্ছেন! ভক্তরা তা ভাবতেই পারছেন না।

 

রামচরণের দোসা তৈরির ভিডিও এখন ‘টক অব দ্য ইন্ডিয়া’। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রামচরণের এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন তাঁর স্ত্রী উপাসনা। মূলত পরিবারের সঙ্গে মকর সংক্রান্তি উদযাপনে ব্যস্ত দক্ষিণী তারকা। পারিবারিক মধ্যাহ্নভোজে তাই এলাহি আয়োজন। বিরিয়ানি, মাংস, ধোসা—কী নেই! রামচরণের পাশে অভিনেতা চিরঞ্জীবীকেও দেখা গেছে।

ওই পোস্টে রামচরণকে চমৎকারভাবে দোসা তৈরির প্রশিক্ষণ দেওয়ার জন্য শাশুড়ি সুরেখাকে ধন্যবাদও জানিয়েছেন উপসনা। পাশাপাশি তাঁর শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, সুপারস্টার অভিনেতার মা সুরেখাও দোসা বানাচ্ছেন। একই ভিডিওতে মিলেছে রামচরণ-উপসনা দম্পতির ছোট্ট রাজকন্যা ক্লিন কারা কোনিডেলার একঝলকও।

তামিল হয়ে হিন্দি শিখছেন—শুনেই চটলেন জওয়ান তারকা সেতুপতিতামিল হয়ে হিন্দি শিখছেন—শুনেই চটলেন জওয়ান তারকা সেতুপতি
এদিকে, রামচরণ তাঁর আসন্ন ছবি ‘গেইম চেঞ্জার’ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এতে তিনি বলিউডের কিয়ারা আদবানির সঙ্গে জুটি বেঁধেছেন। আগামী সেপ্টেম্বরে এস শঙ্কর পরিচালিত এই ছবি মুক্তির কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!