নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আর অভিনেতা আব্দুন নূর সজলের একটি ভিডিও। এ দুই তারকার আমেরিকার অবকাশ যাপনের ভিডিও মনে ধরেছে নেটিজেনদের।
৯ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে আমেরিকায় বেশ ভালোই সময় কাটিয়েছেন তারকা জগতের এ দুই সেলিব্রেটি।
আমেরিকায় নানান খুঁনসুটি করা বন্ধুত্বের ওই ভিডিও সজল তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা।
এরপরই এ ভিডিও শেয়ার শুরু করেন নেটিজেনরা। সজল তিশার এমন ঘটনায় নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চারের অংক।
অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শুরু করেন নিজেদের মতামত দেয়ার। এক নেটিজেন তাদের ‘পারফেক্ট জুটি’ বলেছেন। অনেকে জানিয়েছেন, আগামী দিনের শুভ কামনাও।
সজল -তিশার এমন ভিডিওতে নাম চলে এসেছে ছোট পর্দার আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের নাম। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।
আরেকজন লিখেছেন, ফারহান শেষ সজল শুরু। সেলিব্রেটিদের বিয়ের মৌসুম চলায় অনেক নেটিজেনই এ দুই তারকার বিয়ের খবরও জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি সজল-তিশা।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

