AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তোমাকে ছাড়া খুব ক্লান্ত লাগে মা: দিঘী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩

তোমাকে ছাড়া খুব ক্লান্ত লাগে মা: দিঘী

চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করে ছিলেন দিঘী। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখন নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এই অভিনেত্রীর মা অভিনেত্রী দোয়েল। এক যুগ হয়ে গেল মারা তিনি। মেয়ে দীঘির শোকের নদী আজও শুকায়নি। মা দোয়েলকে নিয়ে নানা রকম ভাবনা জমে আছে তার মনের দেওয়ালে। শনিবার (২৯ ডিসেম্বর) মায়ের চলে যাওয়ার দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তা।

 

নিজের ফেসবুকে দীঘি লিখেছেন, মাম্মি, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর এক ফোঁটাও নিশ্বাস নিতে ইচ্ছা করে না।

May be an image of 1 person and smiling

এরপর লিখেছেন, তোমার সাথে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি... অনেক কথা জমে গেছে মা, তোমার পরামর্শ, তোমার নির্দেশনা তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি মাম্মি তোমাকে। অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই, অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেইখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মাম্মি।

No photo description available.

সবশেষে মায়ের ১২ তম মৃত্যুবার্ষিকীতে দবার দোয়া চেয়েছেন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি। মায়ের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, দীঘির সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’ । এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। চরিত্রটি করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

একুশে সংবাদ/এনএস

 

Link copied!