নতুন প্রজন্মের জনপ্রিয় ও অভিনেত্রী তনামি। সমানতালে কাজ করছেন নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও নিয়মিত কাজ করছেন নাটকে। বিভিন্ন দিবসের বিশেষ নাটকগুলোতে দেখা যায় তনামিকে।
তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

গত ১০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘যন্ত্রণা’ চলচ্চিত্রটি। এটির আইটেম গানে পারফর্ম করেছেন তনামি। ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি, সায়মা স্মৃতি।
তনামি জানান, প্রথমবার কোনো আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। হলে গিয়ে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। বিভিন্ন মাধ্যমে অনেকেই প্রশংসা করছেন।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তনামির দুটি চলচ্চিত্র। চলচ্চিত্র দুটি হচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ । শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাবে বলে জানালেন তনামি।
তনামি বলেন, ‘পাসওয়ার্ড’ দিয়ে আমার চলচ্চিত্রে কাজ শুরু। এরপর ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘মাফিয়’, ‘জননী জন্ম ভুমি’, ‘দ্যা রাইটার’ এ কাজ করেছি। এছাড়া বেশকিছু নাটকেও কাজ করেছি।

নায়িকা তকমা নয়, ভালো অভিনেত্রী হওয়াটাই মূল লক্ষ্য বলে জানালেন এ অভিনেত্রী। তিনি আরো জানান, মিডিয়াতে নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে দেখতে চাই।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :