ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব গড়িয়ছে যুদ্ধ পরিস্থিতিতে। শনিবার দুপুরে ইসরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। ‘জবাব’ দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশো ফিলিস্তিনি যোদ্ধা শনিবার ঢুকে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। আহত প্রায় হাজারেরও বেশি।
এদিকে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলেই আটকে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচা। শনিবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার সঙ্গে। এমন এক পরিস্থিতির মধ্যে একজনের বাড়ির বেসমেন্টে ছিলেন অভিনেত্রী। অবশেষে নিজ দেশে ফিরলেন নুসরত। ফিরে বিমানবন্দরেই কেঁদে ফেললেন অভিনেত্রী।
হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’ এর জন্য গিয়েছিলেন নুসরত। সেখানেই শনিবার দুপুর থেকে নায়িকার সঙ্গে তার টিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উৎকণ্ঠায় ছিল অভিনেত্রীর পরিবার।
ইসরায়েলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী!
রোববার দুপুর ২টা নাগাদ মুম্বইয়ে ফিরলেন অভিনেত্রী। তার এই খোঁজ না মেলার খবর প্রকাশ্যে আসতেই ভারত সরকারের তরফে তৎপরতার সঙ্গে অভিনেত্রীকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। তবে রোববার বিমানবন্দরে নেমে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরত বললেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। ক’টা দিন একা থাকতে দিন।’
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

