বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় আলোচনায় আসেন। আর সেই সময় রাজ কুন্দ্রাকে জেলও খাটতে হয়েছিল। তবে এ ঘটনার পর থেকে আর কাউকে মুখ দেখাননি রাজ। সবসময়ই মাস্ক পরে থাকেন তিনি।
এদিকে রাজ কুন্দ্রা সম্প্রতি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। এ সময় তিনি কথা বলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ নিয়ে।
রসিকতা করতে গিয়ে বলেন, গত দুবছর ধরে আলোকচিত্রীদের তো একটাই কাজ, আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!
আর রাজ কুন্দ্রার এ ভিডিও উরফির চোখে পড়েছে। তাতেই বেজায় চটেছেন তিনি। রেগে গিয়ে রাজকে ‘পর্নো কিং’-এর উপাধি দেন উরফি।
উরফি বলেন, “অন্যদের নগ্ন করে টাকা রোজগার করে যে, সেই ‘পর্নো কিং’ এখন আমার পোশাক নিয়ে মন্তব্য করবে।”
উরফির ফেসবুক থেকে নেয়া স্ক্রিনশট।
প্রসঙ্গত, ভিন্ন ধাঁচের স্টাইলের জন্য নিত্যদিন চর্চায় থকেন উরফি জাভেদ। পোশাকের কারণে নানা ঝামেলাতেও পড়তে দেখা গেছে তাকে। তবে তিনি পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন সবকিছু।
একুশে সংবাদ/স.টি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

