শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পুতুলের উপস্থাপনায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আত্মকথন মূলক অনুষ্ঠান ‘পুতুল ঘরে আত্মকথন’ এরইমধ্যে জমে উঠেছে। বেশকিছুদিন আগে পুতুলের আহ্বানে পুতুলেরই উপস্থাপনায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহন করেছেন। সেসব অনুষ্ঠান দর্শক ভীষণ ভালোলাগা নিয়ে উপভোগ করেছেন।
পুতুল জানান, তার ‘পুতুল ঘরে আত্মকথন’ নিয়মিত চালিয়ে যাবেন। পুতুল ঘরে আত্মকথন’ অনুষ্ঠানে বুলবুল টুম্পা, লুৎফর হাসান, নওরীন, প্রসূন আজাদ, ডিজে সনিকা, সানজিদা প্রীতি, আরজে নীরব’সহ আরো অনেকেই অতিথি হয়ে এসেছিলেন। পুতুল জানান এরইমধ্যে প্রায় ২৫ পর্ব প্রচার শেষ হয়েছে।
এদিকে আগামী কিছুদিনের মধ্যে পুতুলের কন্ঠে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক মৌলিক গান ‘বৃষ্টি পড়ে’। গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী। পুতুল বলেন, পুতুল ঘরে আত্মকথন-একেবারেই আমার নিজের ভালোলাগার একটি অনুষ্ঠান।
যেহেতু আমিই অনুষ্ঠানের পরিকল্পনাকারী এবং আমিই এর উপস্থাপক, তাই আমার নিজের ভালোলাগার নানান কারণও রয়েছে। অনুষ্ঠানটি যদিও আপাততক ছোট পরিসরেই আয়োজিত হয়ে আসছে। তবে প্রবল ইচ্ছে আছে একে বড় পরিসরে নিয়ে যাবার। ভবিষ্যতে এই নিয়ে বড় আয়োজন করার ইচ্ছে আছে। বাকীটা আল্লাহ ভরসা। আর বৃষ্টি পড়ে গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। গানটি আমি নিজেই এখন গুনগুন করে গাই। আগামী কয়েকদিনের মধ্যে বেশ বড় আয়োজনের মধ্যদিয়েই গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করার পর তা ইউটিউবে প্রকাশ পাবে।
একুশে সংবাদ/এসআর/না.স
আপনার মতামত লিখুন :