AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ ও স্কাউটদের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত



মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ ও স্কাউটদের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত জাতীয় পতাকার পরিবর্তে নতুন পতাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরুর আগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের প্রচলন থাকলেও সময়ের সাথে অনেক পতাকা নষ্ট হয়ে যাওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর তত্ত্বাবধানে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন পতাকা পৌঁছে দেওয়া হয়।

এদিকে, উপজেলা স্কাউট মান্দার উদ্যোগে দিনব্যাপী এক প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করা হয়। আসন্ন জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষাকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় মান্দা উপজেলা থেকে রেকর্ডসংখ্যক ২৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

স্কাউটদের মানোন্নয়ন ও প্রস্তুতি জোরদারে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন আশা করছে, এবার জাতীয় পর্যায়ে মান্দা উপজেলা থেকে আরও ভালো ফলাফল অর্জিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!