AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শতাধিক নাটকের সফল জুটি নিলয়-হিমি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৪২ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
শতাধিক নাটকের সফল জুটি নিলয়-হিমি

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের দর্শকপ্রিয় অন্যতম জুটি’তে পরিণত হয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

 নিলয় হিমি প্রথম দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন এবং আলোচনায় আসেন আরিহা চৌধুরী রচিত ও আদও সোহাগ পরিচালিত ‘বিয়ের পরীক্ষা’ নাটকে অভিনয় করে। এরপর তারা দুজন একের পর এক অভিনয় করেছেন  ‘আক্কাস এখন আমেরিকা, আমরা গরীব, আমেরিকান গেস্ট, হবু ঘর জামাই, মিসেস ডিস্টার্ব, গলার কাটা, লাভ ইউ ম্যাডাম’, ‘দেশি মুরগী,আজব প্যারা, জামাই শশুর ৪২০, কিউট প্রেমিক, রেডিম্যাড ঝামেলা,তরী,পরাণ পাখি,বিয়ে করবোই, ডাবল ডোজ, কুলির প্রেম, ওয়েলকাম ডাক্তার, জামাই আাতঙ্ক,  ফ্যামিলি ট্র্যাবল, স্বামী ভক্ত বউ, ঠোট কাটা জামাই, চোরের বউ চুন্ন্ন্নি,  লক্ষী ট্যারা,  ফিদা, মেড ইন চায়না, বেসরম, প্রেম হইতে সাবধান,  পলিটিক্যাল লাভ’সহ আরো বহু নাটকে। অর্থাৎ নিলয় হিমি জুটি একশোরও বেশি নাটকে অভিনয় করেছেন। ভিউ-এর এই যুগে তাদের অভিনীত নাটকগুলোযে শুধু ভিউয়ের উপর ভিত্তি করেই যে দর্শকপ্রিয়তা বিবেচনা করা হচ্ছে এই জুটির, এমনটি নয়। রোমান্টিক, কমেডি ঘরানার নাটকে অভিনয় করতে করতে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। দু’জন দর্শকের প্রিয় জুটিতে পরিণত হয়েছেন।সর্বশেষ গতকাল তারা দু’জন শেষ করেছেন আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘সেম টু সেম’ নাটকের কাজ। 

 

 

নিলয় আলমগীর বলেন,‘ আমার এবং হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিলো বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক পরিচালক আমাদেরকে জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন। এভাবে যে কাজ করতে আমরা দুজন জুটি হিসেবে ১০০’র ওবেশি নাটকে অভিনয় করে ফেলবো তা আসলে ভাবা হয়নি। কদিন আগেই যখন বিষয়টি সামনে এলো তখন আমরা দু’জনই অবাক হয়েছি। বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়। কারণ দর্শকের যদি আমাদের জুটির প্রতি আগ্রহ-ভালোবাসা না থাকতো তাহলে এতো কাজ করা সম্ভব ছিলোনা। হিমিকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাওয়ার জন্য।’ 

হিমি বলেন,‘ সত্যিই আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে আমি আর নিলয় ভাই দেখতে দেখতে এতোগুলো নাটকে অভিনয় করে ফেলেছি। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের কারণেই শতাধিক নাটকে আমাদের জুটি হয়ে কাজ করা। আগামীতেও আমরা আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই। একটা সত্যি কথা, জুটি প্রথায় আমি বিশ্বাসী নই। কিন্তু তারপরও নিলয় ভাইয়ের সঙ্গে আমার নামটি জুটি হিসেবে উচ্চারিত হয়, এটা সত্যিই ভালোলাগার। কারণ রাজ্জাক-কবরী, সালমান-শাবনূর, জুটি হিসেবে তাদের নাম শুনেছি। এখন নিজেদের নাম শুনছি।’ 
 

একুশে সংবাদ/এসআর/না.স 

 

Link copied!