AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগদানের ১৯ বছর পর বিয়ে!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৪২ পিএম, ১ আগস্ট, ২০২৩

বাগদানের ১৯ বছর পর বিয়ে!

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো বিয়ে করেছেন। বাগদানের ১৯ বছর পর এ বিয়ে সারলেন এই অভিনেত্রী। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফুরারির সাবেক সিইও জিন টডকে বিয়ে করেছেন তিনি।

 

এই দম্পতি গেল সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভাতে আকস্মিক এক অনুষ্ঠানে আংটি বদল করেছেন।

 

অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ কাছের বন্ধু ও বান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফর্মুলা ওয়ান চালক মাসা। টড যখন দায়িত্বে ছিলেন মাসা তখন ফুরারির সঙ্গে ছিলেন।

 

মিশেল ইয়ো এবং টডের বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসাই প্রথম দিয়েছেন।

 

২০০৪ সালের ৪ জুন ইয়ো এবং টড সাংহাইতে সাক্ষাৎ করেন। ঘটনার এক মাস পর ২৫ জুলাই টড ইয়োকে প্রেমের প্রস্তাব দেন।

তাদের বিয়ের কার্ডে লেখা ছিল, সাংহাইতে আমরা ২০০৪ সালের ৪ জুন সাক্ষাৎ করেছিলাম। টড মিশেলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ও মিশেল হ্যাঁ বলেছিল।

 

সেই ঘটনার ৬৯৯২ দিন পর ২৭ জুলাই জেনেভাতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

মিশেল ইয়োর জন্ম মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে। এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস সিনেমার শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে তার নাম। এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো ৯৫তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন।

 

একুশে সংবাদ/জ.ক.প্র/জাহা

Link copied!