AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেভাবে অনলাইনে ফাঁস হল নিশো- তমার ‘সুড়ঙ্গ’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫২ পিএম, ২৭ জুলাই, ২০২৩

যেভাবে অনলাইনে ফাঁস হল নিশো- তমার ‘সুড়ঙ্গ’

পাইরেসির কবলে পড়েছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এটি। এছাড়া একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে।

 

সিনেমাটির সম্পাদক সিমিত রায় অন্তরের ভাষ্য, ‘সুড়ঙ্গর পাইরেসি কপি পর্যবেক্ষণ করে যা বুঝলাম, এটা কোনো রেগুলার শো চলাকালীন রেকর্ড করা হয়নি। কারণ ভিডিওতে দর্শকদের কোনো রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) সাউন্ড নেই, দর্শকদের হাসির শব্দ নেই, কোনো উচ্চবাচ্য নেই! তার মানে, এটা দর্শকশূন্য হলে রেকর্ড করা হয়েছে।’

 

এ বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে। ভারতের সিনেমার কপি আর বাংলাদেশের কপির মধ্যে বেশকিছু পার্থক্য আছে, যা শুধু আমরাই (পরিচালক, সম্পাদক ও প্রযোজক) জানি।’

 

সিমিত রায় আরও বলেন, ‘ক্যামেরা ট্রাইপডে রেখে ভিডিওটি করা হয়েছে। কেননা ক্যামেরার কোনো ধরনের নড়াচড়া দেখা যায়নি। অতএব, এটার সঙ্গে সিনেমা হল কর্তৃপক্ষ জড়িত। একটা ফাঁকা হলে ট্রাইপডে ক্যামেরা সেট করে আড়াই ঘণ্টার সিনেমা রেকর্ড করা তো সম্ভব না, যদি হল কর্তৃপক্ষ এতে জড়িত না থাকে।’

 

সিমিতের বক্তব্য স্পষ্ট, যে হল থেকে এই ছবিটি চুরি হলো, সেটির সঙ্গে কর্তৃপক্ষ সরাসরি জড়িত। তা না হলে ফাঁকা হলে পুরো সিনেমা চালিয়ে ভিডিও ধারণ করা অসম্ভব।

 

শুধু মুভি-সিরিজ ডাউনলোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে সুড়ঙ্গর অসংখ্য কপি। এগুলো সরানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

 

এ বিষয়ে ছবিটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘কপিরাইট ক্লেইমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করা হয়েছে। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে কিছু কপি। সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে।’

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Shwapno
Link copied!