AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:২০ পিএম, ৮ জুলাই, ২০২৩

মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন

কয়েকদিন আগে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেটে মৃত বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেন টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তার দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন এ অভিনেতা। শুক্রবার মুম্বাইয়ে মারা গেলেন তার মা শান্তিরানি চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

 

সংবাদমাধ্যমের কাছে মিঠুনের মায়ের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে অভিনেতার ছোট ছেলে নমশি চক্রবর্তী বলেন, হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুরমা আর আমাদের মাঝে নেই।

 

একসময় জোড়াবাগানের বাড়িতে চার ভাই বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। পরে তার মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বাই। সেখানে তার সঙ্গেই থাকতেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মিঠুনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।

 

মিঠুনের মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

 

একুশেসংবাদ.কম/বিএস

Link copied!