AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেমিকার জুতো হাতে পার্টিতে ঘুরলেন হৃতিক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:১২ পিএম, ৫ এপ্রিল, ২০২৩

প্রেমিকার  জুতো হাতে পার্টিতে ঘুরলেন হৃতিক

 ‘নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধন উপলক্ষ্যে মুম্বাইয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত সপ্তাহে। যেখানে নজর কাড়া পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন শাহরুখ খান, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটসহ একাধিক বলিউড তারকা। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড প্রমুখ। বান্ধবী সাবা আজাদকে নিয়ে হাজির হয়েছিলেন গ্রিক গড হৃতিক রোশনও।

 

  সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে হৃতিককে জুতো হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়! যা দেখে অভিনেতার ভক্ত-অনুরাগীরা বলেছেন, ‍‍`প্রেমিক হলে তিনি যেনো হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ মানুষ হন।‍‍` 

 

অনুষ্ঠানে তো অনেকেই এসেছিলেন। তা হঠাৎ হৃতিক সম্পর্কে এমন মন্তব্য কেনো?

 

  আসলে ওই ছবিতে দেখা যায়, হৃতিক তার বান্ধবী সাবার জুতো জোড়া হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটো পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই দিল জুতো খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক।

 

অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গে তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো।

 

এই ছবি দেখার পরেই হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না, হৃতিক অন্য কারও জুতো ধরে দাঁড়িয়ে রয়েছেন।’ কারও মতে, হৃতিক ভালবাসতে জানেন। সাবা খুবই ভাগ্যবান যে, তার জীবনে হৃতিকের মতো সুপারস্টার নন, একজন ভালো মানুষ এসেছেন। 

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!